প্রথমবার্তা, প্রতিবেদক:অ্যামেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও কসোভোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হলো। জেরুসালেমে দূতাবাস খুলবে কসোভো। খবর ডয়চে ভেলে’র।
ডনাল্ড ট্রাম্পের চেষ্টা সফল। ইসরায়েল ও কসোভোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি সোমবার একটি ভার্চুয়াল সম্মলনের মাধ্যমে আনুষ্ঠনিকভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা করলেন। দুই নেতাই এ বিষয়ে নথিতে সই করলেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ”আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা কসোভো ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করলাম।”
আর কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ”দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় লেখার কাজ শুরু হলো।”
এর আগে আমিরাত ও কয়েকটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। আমিরাতে এখন ইসরায়েলের পর্যটকদের ঢল নেমেছে।
আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যৌথ প্রয়াস
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশ এবং ইসরায়েল রাষ্ট্র হওয়ার জন্য দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়েছে।
২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু অনেক ইউরোপীয় দেশ তাদের স্বীকৃতি দেয়নি।