প্রথমবার্তা প্রতিবেদক: শনির কোপ যদি কারোওর উপর পরে তাহলে আর রক্ষে নেই! এমন একটি প্রবাদ বাক্য লোখমুখে খুবই প্রচলিত৷ জ্যোতিষশাস্ত্র মতে, শনি হল সবথেকে শক্তিশালী গ্রহ৷
কথিত আছে, যারা অন্যায় করে তাদের উপরই এর ভয়াবহ প্রভাব পরে৷ শনির কুদৃষ্টি অশুভ প্রভাব ফেলে৷ কিন্তু আজ থেকেই শনির প্রভাব মুক্ত হচ্ছে তিন রাশির উপর থেকে৷
এগুলি হল লিব্রা, লিও এবং এরিজ৷হিন্দুশাস্ত্র অনুযায়ী, যদি শনি দেবতার ক্রুঢ় দৃষ্টি কারোওর উপরে পরে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়৷ সেই কারণেই সাধারণ মানুষ এর উপস্থিতিতে ভয়ে থাকে৷ কিন্তু অবশেষে তিন রাশির উপর থেকে সরে যাচ্ছে এই প্রভাব৷ তবে, স্করপিওর উপর থেকে সরে এই প্রভাব পড়ছে স্যাগিটেরিয়াসের উপরে৷
এরিজ: জুন থেকে অক্টোবর৷ এই সময়টা এরিজ রাশির জাতক কিংবা জাতিকার জন্য খুবই খারাপ ছিল৷ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন হয়তো আপনি৷ কারণ শনির প্রভাব ছিল আপনার উপরে৷
তবে, আজ অর্থাৎ ২৬অক্টোবর থেকে সেই প্রভাব থেকে আপনি মুক্ত হচ্ছেন৷ প্রতিটি সমস্যায় আপনি এবার আপনার পরিবারকে নিজের কাছেই পাবেন৷
নানারকম শারিরীক রোগ থেকেও আপনি মুক্ত হবেন এবার৷ কোনও ব্যবসার পরিকল্পনা থাকলে অবিলম্বে শুরু করে দিন সেটা৷ কারণ সেটিতে আপনি পেতে পারেন চরম সাফল্য৷
লিও: এই রাশির জাতক বা জাতিকার পরিবার কোনও চরম সমস্যার সম্মুখীন হয়৷ তাহলে এই বছরের শেষের মধ্যেই সেই সমস্যার সমাধান হবে অবিলম্বে৷
কোনও বাড়ি কেনার যদি পরিকল্পনা করে থাকেন তাহলে সামনের বছরের মিডলের মধ্যেই আপনার সেই স্বপ্নপূরণ হবে৷ কাজের জায়গায় আপনার বস আপনার কাজে মুগ্ধ হবেন এবং আপনার প্রশংসাও করবে সে৷ তবে, আপনি আপনার রাগ নিয়ন্ত্রন করুন৷ তাহলে আপনি আপনার জীবনে সাফল্য পাবেনই৷
লিব্রা: শনির প্রভাব থেকে মুক্ত হতেই কাজের জায়গায় আপনার পদন্নোতি হবে৷ বেতন বাড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনও হবে সুখের৷ আপনার সঙ্গীর সঙ্গেও সম্পর্ক হবে আরও মধুর৷ জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি আপনার সঙ্গীর অপ্রতুল সহযোগিতা পাবেন৷