প্রথমবার্তা প্রতিবেদকঃ মানুষের বিকাশ পরিমিত
ইরশাদ হয়েছে, ‘শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন। অতঃপর তার জন্য পথ সহজ করে দেন।’
(আয়াত : ১৯-২০)
আল্লাহ যখন ইচ্ছা পুনর্জীবিত করেন
ইরশাদ হয়েছে, ‘অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করেন।’ (আয়াত : ২১-২২)
খাদ্য নিয়ে চিন্তা করো
ইরশাদ হয়েছে, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমিই প্রচুর পানি বর্ষণ করি। অতঃপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদারিত করি এবং তাতে উৎপন্ন করি শস্য।’
(আয়াত : ২৪-২৭)
কিয়ামতে আপনজনরা পালিয়ে যাবে
ইরশাদ হয়েছে, ‘যখন কিয়ামত উপস্থিত হবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে।’ (আয়াত : ৩৩-৩৬)
প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে
ইরশাদ হয়েছে, ‘সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা, যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে।’ (আয়াত : ৩৭)