প্রথমবার্তা প্রতিবেদকঃ বাংলাদেশের নোয়াখালী জেলায় এক ব্যক্তিকে বিবস্ত্র করে টানাহেঁচড়া, মারধর এবং নির্যাতন করে সেই ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর বিবিসি বাংলার।
চলতি মাসের পয়লা তারিখে ঘটনাটা ঘটে। ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরার পর এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।রবিবার (১৭ জানুয়ারি) ঐ ব্যক্তি পাঁচ জনের নামে মামলা করেন এবং এই পাঁচ জনকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এ কথা নিশ্চিত করেছেন।এর আগে ঐ একই দিন একই সাথে একজন নারী নির্যাতনের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করে আদালতে মামলা করেন।
এই বিষয়ে পুলিশ বলছে, নির্যাতিত নারী এবং পুরুষ উভয়কেই একটা ঘরে থাকা অবস্থায় এলাকাবাসী ঘরের দরজা লাগিয়ে দেয়।সেই সময় পুরুষটি জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে টেনে-হিঁচড়ে আবার ঘরের মধ্যে নিয়ে যায়।