প্রথমবার্তা, প্রতিবেদক: নির্যাতনের শিকার হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়া দু’জন সমকামী পুরুষকে চেচনিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে মানবাধিবার সংস্থার বরাত দিয়ে বলেছে, ওই যুবকরা মারাত্মক বিপদে রয়েছেন।
রাশিয়ার সমকামী নেটওয়ার্ক জানিয়েছে, সালেখ মাগামাদাভ এবং ইসমাইল ইসায়েভকে রুশ পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদের ফিরত পাঠিয়েছে।
রাশিয়ার এলজিবিটি নেটওয়ার্ক আরো জানিয়েছে, চেচনিয়া পুলিশের হাতে আটক এড়িয়ে রাশিয়া পালিয়ে আসতে তারা ওই দুই ব্যক্তিকে গত বছর সহায়তা করেছে।
ওই দুই ব্যক্তির দাবি ছিল, তাদের দু’জনকে নির্যাতন করা হয়েছে এবং ক্ষমা চাইতে বাধ্য করে তা ভিডিও করে রাখা হয়েছে।
তবে, ওই যুবকদের ঠিক কী কারণে আটক করল রুশ পুলিশ, তা এখনো পরিষ্কারভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়নি।
তবে এলজিবিটি নেটওয়ার্ক বলছে, ওই যুবকদের চেচনিয়ায় ফেরত পাঠিয়েচে রুশ পুলিশ।