এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন। গত ৯ অক্টোবর দেশে ফিরেছেন তিনি।
শ্রাবন্তী জানান, অসুস্থ মায়ের দেখভাল করার জন্যই দুই বছর পর দেশে ফিরেছেন তিনি।তিনি জানান, ৯ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় পা রেখেছেন তিনি।
তারপর ছুটেছেন বগুড়ায়। কারণ মায়ের অসুস্থতা। গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘মায়ের অবস্থা ভালো না। দীর্ঘদিন ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছেন।
গতকাল তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে সেবা করার জন্য আমার দুই বছর পর দেশে ফেরা।’ছোটপর্দার এই জনপ্রিয় মুখ ২০০৪ সালে ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। বিয়ের পর আর শোবিজে দেখা যায়নি তাকে। বর্তমানে দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি।