থমবার্তা, প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহাদেবপুর উপজেলা কৃষক লীগ এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার।
মহাদেবপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিদ কুমার মন্ডল, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।