প্রথমবার্তা প্রতিবেদকঃ নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সংক্রমণ কমানোর উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য বেশিরভাগ আগত ও বহির্গামী ফ্লাইটে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দিবাগত মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে। রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে কার্গো, অগ্নিনির্বাপক বিমান, চিকিৎসা সরঞ্জাম ও লাশবাহী বিমান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। যদিও স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্যানেল মানবিক বা ব্যক্তিগত প্রয়োজনে ছাড় দেওয়ার ব্যাপারে অনুরোধে করতে পারবেন।
এর আগে গতকাল রবিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংখ্যা বাড়ছে। এজন্য বিমানবন্দর বন্ধ করে দেওয়ার ব্যাপারে তার সরকারের ইচ্ছা রয়েছে।