প্রথমবার্তা, প্রতিবেদক: দেশে শর্টফিল্ম দিয়ে খুব বেশি কিছু করার সুযোগ নাই। তবে দেশের বাইরে বেশ ভালো সুযোগ আছে। বিশেষ করে ফ্রান্সে। তাই ভাবছি পরের সিনেমাটা ফ্রান্সের জন্য বানাবো।
এবং সিনেমায় অবশ্যই ফ্রেন্স সাবটাইটেল থাকবে।২০১৩ সালের ক্যানভাস ম্যাগাজিন এর একটা সংখ্যা পড়ে আমি বুটিক সিনেমা এবং বুটিক সিনেমার প্রচার ক্ষেত্র সম্পর্কে জানতে পাড়ি।
এমনিতেই শিল্প সংস্কৃতির ব্যাপারে ফ্রান্সের উদারতার বিষয়টি যে কারো জানা। সিনেমা নিয়ে তাদের এধরণের এক্সপেরিমেন্টাল প্রজেকশন এর ব্যাবস্থা জানতে পেরে আমি বেশ আশাবাদী হয়ে উঠি।সহসাই শুটিং শুরু করার কোন পরিকল্পনা নাই। এর মধ্যে প্রয়োজনীয় অনেক কিছুই গুছিয়ে ফেলেছি। সব রেডি হয়ে গেলে শুটিং শুরু করবো।