প্রথমবার্তা, প্রতিবেদকঃ পুলিশের অভিযানের পর নীলিমা রিসোর্ট থেকে গায়েব হওয়া মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদের ল্যাপটপ ও হার্ডডিস্কের সন্ধান মেলেনি এখনও।
যদিও অভিযান চলাকালে ভিডিও ফুটেজে এসবের অস্তিত্ব ছিলো বেশ স্পষ্ট। এমন কী ওই রিসোর্ট থেকে পিস্তলের কিছু গুলি উদ্ধার হলেও তা নেই ওখানকার জব্দের তালিকায়। তা দেখানো হয়েছে ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হিসেবে।