প্রথমবার্তা, প্রতিবেদক:দেব-দেবীর পুজোতে দুঃখ দুর্দশা দূর করা, অথবা ধন সম্পত্তি লাভের ইচ্ছা, কারণ যাই হোক, মনে শান্তি পেতে বিভিন্ন দেবতার স্মরণাপন্ন হন ভক্তেরা৷
কেউ মন্দিরে যান কেউবা বাড়িতেই নিজের মতো করে মন্দির সাজিয়ে নিয়েছেন৷ মনে করা যাঁদের বাড়িতে রোজ পুজো হয়, তাঁদের বাড়ির পরিবেশই অন্যরকম হয়৷ আর পুজো করারও কিন্তু নানারকম নিয়মবিধি রয়েছে৷ যার পালনও ভক্তেরা নিষ্ঠাভরে করে থাকেন৷ এমনই কিছু নিয়মে চলুন চোখ রাখা যাক…
১) বেশিরভাগ পুজোতেই অখন্ডিত চাল দেওয়া হয়৷ পুজোর আগে সেই চালে হলুদ লাগানোকে আরও শুভ মনে করা হয়৷
২) পুজোতে পান পাতাকেও শুভ মনে করা হয়৷
৩) দেব-দেবীর প্রতি যে পুষ্প অর্পণ করা তা যেন সতেজ থাকে৷
৪) ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে হলুদ রংয়ের রেশমের কাপড় দেওয়া হয়৷ মা দুর্গা, সূর্যদেব, এবং গণেশ ঠাকুরকে প্রসন্ন করতে লাল রংয়ের কাপড় দেওয়াকে শুভ মনে করা হয়৷ অন্যদিকে ভগবান শিবকে শ্বেতবস্ত্র অর্পণ করলে তা শুভ হয় বলে ধারণা৷
৫) সূর্য, গণেশ, দুর্গা, শিব এবং বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়৷ সকল শুভকাজে এঁদের পুজো হয়৷
৬) পুজোর প্রদীপ যেন কখনোই ভাঙা না হয়৷ ধর্মীয় কাজে খণ্ডিত বস্তু অর্পণ করা অনেকে অশুভ বলে মনে করেন৷
৭) বাড়িতে পুজোর স্থান সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে৷
৮) শিবকে হলুদ এবং শঙ্খের জল অর্পণ করাকে অশুভ বলে মনে করা হয়৷