প্রথমবার্তা প্রতিবেদকঃ খ্যাতিমান অভিনেতা, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে সমাহিত করা হবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৪৫মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী রানী রহমান, দুই ছেলে অয়ন রহমান ও অতুল রহমান, মেয়ে ডা.তানজিলা রিমঝিম, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাট্যকার আতাউর রহমান তাঁর বড় ভাই।অভিনেতার বড় ছেলে অয়ন রহমান জানান, তার বাবার নামাজে জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর বেলা ৩টায় শিল্পকলা একাডেমিতে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে। বাদ আসর বনানী গোরস্থানে গার্ড অব অনার শেষে তাঁকে সমাহিত করা হবে।