প্রথমবার্তা প্রতিবেদকঃরাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় বিচার চেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থী। বিক্ষোভে বাস ভাড়া অর্ধেক করার দাবিও তুলেছেন তারা।
জানা গেছে, গুলিস্থান, ফার্মগেট এবং কাকরাইলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের পাশাপাশি তারা হাফ ভাড়ার দাবিও করছেন। সাইন্সল্যাব মোড়ে বাসে হাফ ভাড়া করার দাবিতে আন্দোলন করার জন্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। বেইলি রোডেও অবস্থান নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু স্থানে যান চলাচল স্বাভাবিক আছে।
এদিকে, সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তার ও ঘটনার সর্বশেষ অবস্থা জানাতে পল্টন থানায় ব্রিফ করছেন ডিসি (মতিঝিল)। বিস্তারিত এখনো জানা যায়নি।
গতকাল মূল চালক ছাড়াই চলছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি। সেই গাড়ির চাপায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়েছেন।