প্রথমবার্তা প্রতিবেদকঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুই দেশের মধ্যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে। কারণ দুই পক্ষ এখন পর্যন্ত কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি।