প্রথমবার্তা প্রতিবেদকঃনটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় বিচার এবং গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে সায়েন্স ল্যাব ব্লক করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিজেবির ৪ নাম্বার গেট থেকে শুরু করে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট রাউন্ড দিয়ে আবার সায়েন্স ল্যাব যায়। পরে সায়েন্স ল্যাব অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে গুলিস্তান, ফার্মগেট এবং কাকরাইলেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সেখানে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের পাশাপাশি তারা হাফ ভাড়ার দাবিও করছেন। বেইলি রোডেও অবস্থান নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু স্থানে যান চলাচল স্বাভাবিক আছে।
গতকাল মূল চালক ছাড়াই চলছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি। সেই গাড়ির চাপায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়েছে।