প্রথমবার্তা, প্রতিবেদক:সুনামগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুহিবুর রহমান মানিক।
রোববার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে এ ভ্যাকসিন নেন তিনি।
সিভিল সার্জন ডা. শামসউদ্দিন বলেন, সুনামগঞ্জের প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক। উনাকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই সুনামগঞ্জের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়।
সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে ভীতির সঞ্চার না হয়, সে জন্য আমিই জেলার প্রথম ভ্যাকসিন নিলাম।