প্রথমবার্তা, প্রতিবেদক:হাজী সেলিম ক্যারিয়ার শুরু করেছিলেন বিএনপি’র রাজনীতি দিয়ে। ১৯৯৬ সালে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার হাজী সেলিম জাতীয় নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।
কিন্তু নিজ দল বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। তখন থেকেই বাড়তে শুরু করে তার প্রতাপ, প্রভাব ও নাম। আওয়ামী লীগ নেতা হিসেবে তাকে মনোনয়ন দেয় এবং তিনি এমপি নির্বাচিত হন।
তবে ২০০১ সালের নির্বাচনে তিনি হেরে যান বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে।বিভিন্ন সময় নানা কারণে তাকে সংবাদের শিরোনামে দেখা যায়।
তবে সম্প্রতি তিনি আলোচনায় রয়েছেন তার পুত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের কারণে।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।এরপরেই হাজী সেলিমের পরিবার আলোচনায় আসেছে। ভাইরাল হয়েছে ৫৭ ও ৩৭ সেকেন্ডের কিছু ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে হাজী সেলিম গান গাইছেন ‘ভালোবেসে গেলাম শুধু/ ভালোবাসা পেলাম না।’লালবাগ কেল্লায় শুটিং হওয়া ভিডিওটি সম্পর্কে ধারণা করা হচ্ছে ২০১৫ সালে কোরাবানি ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হওয়া ‘মন্ত্রী ও সাংসদের নিয়ে ঈদ আড্ডা’ নামের অনুষ্ঠানে প্রচার হয়েছিল। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও।