প্রথমবার্তা, প্রতিবেদক: ১৫ দিনের মধ্যে রাজধানীর সব বাসার ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় তিনি জানান, অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়া হালনাগাদ শুরু হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৫০টি থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের ৯ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। অপহরণ চক্রটি অপহৃতদের বিভিন্ন ভাড়া বাসায় আটকে রাখত। এ কারণে আবারও ভাড়াটিয়া নিবন্ধন শুরু করছে পুলিশ।
বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০৬টি বিটে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সকল থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নাগরিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া কোন অপরাধজনক ঘটনা ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হয়।