1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৭ দিন

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি

  • পোষ্ট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশনের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

 

বিক্ষোভ সমাবেশ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটির মেয়রের পদত্যাগ এবং ডেঙ্গু আক্রান্তদের সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। সমাবেশে বক্তৃতা করেন শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, যুবনেতা রফিজুল ইসলাম ও উত্তর ভৌমিক, হকার নেতা মো. রাকিব প্রমুখ।

 

সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৈনিক বাংলায় গিয়ে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গুর ওপর পড়েনি।

 

বরং সিটি কর্পোরেশন যেভাবে জরিমানা করছে, তা উদোর পিন্ড বুদোর ঘাড়ে দেবার প্রচেষ্টা। তাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।

 

তারা আরো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫ থেকে ১০ মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ডেঙ্গু নিযন্ত্রণ কার্যক্রম সারা বছর চলমান রাখতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে।

 

নেতৃবৃন্দ বর্তমান অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি জাতীয় দুর্যোগ ঘোষণা দিয়ে সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর