1. [email protected] : Ex0tic :
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
কবে আসছে ‘কারাগার ২’, জানালো হইচই
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২, ০১:০৯ রাত

কবে আসছে ‘কারাগার ২’, জানালো হইচই

  • পোষ্ট হয়েছে : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
karagar

চলতি বছরের ১৮ আগস্টে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার–পার্ট ওয়ান’। ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। অধীর আগ্রহে ‘কারাগার পার্ট ২’ এর জন্য অপেক্ষার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দর্শকরা। এবার জানা গেল সিরিজটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ।

শুক্রবার (৪ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। এটির একদম শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘কারাগার–পার্ট টু’র মুক্তির তারিখ। চলতি বছরের ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। এমনটাই জানাল হইচই।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?

সিরিজটিতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রসঙ্গত, ‘কারাগার’ মুক্তির আগে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর