প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপি কার্যালয় থেকে উদ্ধার করা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে পুলিশ। রাত ৮টা ৫০ মিনিটে একটি বোমা, ৮টা ৫৯ মিনিটে একটি বোমা এবং রাত ৯টা ৩ মিনিটে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ওই সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সড়কের গলির মধ্যে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষেরা ভয়ে পালিয়ে যায়।
তবে শত শত উৎসুক জনতা বোমা নিস্ক্রিয় করা দেখার চেষ্টা করছিলেন বিভিন্ন অলি গলি থেকে। পুলিশ তাদের মাইকিং করে নিরাপদ দূরুত্বে সরে যেতে বলে।
বিএনপির কার্যালয় থেকে উদ্ধার করা বোমা নিস্ক্রিয় করা হচ্ছে