প্রথমবার্তা, প্রতিবেদক: বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় এই অভিনন্দন জানান তিনি।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এর আগে, আজ বুধবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৫ রানের জয় পায় বাংলাদেশ। এর ফলে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়।