ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমার স্ত্রী বলেছিল মিরাজ আজ ভালো খেলবে : পাপন

  • পোষ্ট হয়েছে : ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৪৪ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: টানা দুই ম্যাচে ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় উৎসবে ভাসছে গোটা টাইগার শিবির। যার মধ্যমণি মিরাজ।

প্রথম ম্যাচে অপরাজিত ৩৮ রানের পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে পান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সঙ্গে এক উইকেটও। সব মিলিয়ে মিরাজ ভাসছেন প্রশংসার বৃষ্টিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মিরাজকে নিয়ে উচ্ছ্বসিত। বুধবার দ্বিতীয় ম্যাচে জয়ের পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন বিসিবি বস।

তিনি বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দুদিন কীভাবে হবে। এক দিন করে ফেললে রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করল।’

পাপন বলেন, ‘একটা অসাধারণ ইনিংস খেলেছে (মিরাজ), এমনকি নাসুমও। সাকিব ভালো পারফর্ম করেছে দুই ম্যাচেই। মুস্তাফিজের বোলিং, এবাদত আসলে এতজনের অবদান কি বলব। ফিল্ডিং খুব ভালো ছিল। শেষ দিকের দুইটা ক্যাচ ছাড়া বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি ফিল্ডিংটা ভালোই হচ্ছিল। এই দুইটা ছাড়া সবকিছু ভালোই হয়েছে।’

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

আমার স্ত্রী বলেছিল মিরাজ আজ ভালো খেলবে : পাপন

পোষ্ট হয়েছে : ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: টানা দুই ম্যাচে ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় উৎসবে ভাসছে গোটা টাইগার শিবির। যার মধ্যমণি মিরাজ।

প্রথম ম্যাচে অপরাজিত ৩৮ রানের পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে পান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সঙ্গে এক উইকেটও। সব মিলিয়ে মিরাজ ভাসছেন প্রশংসার বৃষ্টিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মিরাজকে নিয়ে উচ্ছ্বসিত। বুধবার দ্বিতীয় ম্যাচে জয়ের পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন বিসিবি বস।

তিনি বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দুদিন কীভাবে হবে। এক দিন করে ফেললে রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করল।’

পাপন বলেন, ‘একটা অসাধারণ ইনিংস খেলেছে (মিরাজ), এমনকি নাসুমও। সাকিব ভালো পারফর্ম করেছে দুই ম্যাচেই। মুস্তাফিজের বোলিং, এবাদত আসলে এতজনের অবদান কি বলব। ফিল্ডিং খুব ভালো ছিল। শেষ দিকের দুইটা ক্যাচ ছাড়া বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি ফিল্ডিংটা ভালোই হচ্ছিল। এই দুইটা ছাড়া সবকিছু ভালোই হয়েছে।’