ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিকালে সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

  • পোষ্ট হয়েছে : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৩৮ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত এবং গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন। আহত হন অনেকে।

পরে বিএনপির ক্রেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করেছে সংস্থাটি।

অভিযানে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

বিকালে সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

পোষ্ট হয়েছে : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত এবং গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন। আহত হন অনেকে।

পরে বিএনপির ক্রেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করেছে সংস্থাটি।

অভিযানে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়।