1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
এ কেমন শিষ্টাচার দূতাবাসগুলোর?
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৪ রাত

এ কেমন শিষ্টাচার দূতাবাসগুলোর?

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: একের পর এক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বাংলাদেশে কাজ করা নানা দেশের দূতাবাসগুলো। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূতের মন্তব্য ও বুধবারের (৭ ডিসেম্বর) নয়াপল্টনের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের দেয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রশ্ন জাগাচ্ছে- একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য রাষ্ট্রের দূতাবাস কর্মকর্তাদের এমন আচারণ কতটা শিষ্টাচার সমর্থিত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পিটার হাসের দেয়া একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’


 

তিনি আরও বলেন, ‘সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’

একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভিন্ন দেশের রাষ্ট্রদূত আদৌ এমন কথা বলার এখতিয়ার রাখেন কি-না, এমন  প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সময় সংবাদকে বলেন, ‘কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলার এখতিয়ার সে দেশে অবস্থিত রাষ্ট্রদূতদের নেই। এটি জেনেভা কনভেনশন পরিপন্থি।’


 

আরেফিন সিদ্দিক বলেন, ‘একটি দেশের রাষ্ট্রদূত কী বললো এটি প্রচারের জন্য আমরা মুখিয়ে থাকি। গণমাধ্যমগুলো ঢালাওভাবে এসব কথা প্রচার করে। তারা একটা কলাম লিখলে সেটি নিয়ে হুলুস্থুল বেধে যায়। অথচ এটা এমন গুরুত্বপূর্ণ কিছু না। অন্যদিকে এটা সংবিধানের সঙ্গেও যায় না।’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর