1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
পুলিশের তল্লাশি ঢাকার প্রবেশপথে
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ দিন

পুলিশের তল্লাশি ঢাকার প্রবেশপথে

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর ঢোকার মুখে সাভারের আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া বাজারসহ কয়েকটি স্থানে তল্লাশি করছে পুলিশ। এ জন্য বসানো হয়েছে চেকপোস্ট ও ব্লকগেট। এদিকে মহাসড়কেও তুলনামূলকভাবে গাড়ির সংখ্যা কম। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে দেখা যায় পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। সাভারের বিরুলিয়াতেও রয়েছে পুলিশের আরেকটি চেকপোস্ট। এ ছাড়া আশুলিয়ার কবিরপুর ও আশুলিয়া বাজারে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ। গাড়ি বা মোটরসাইকেল থামিয়ে যাত্রী ও তাদের মালামাল চেক করছেন পুলিশ সদস্যরা।

 

মূলত দক্ষিণাঞ্চল থেকে স্থলপথে ঢাকায় ঢুকতে হলে আমিনবাজার হয়ে যেতে হয়। এ ছাড়া উত্তরাঞ্চল থেকে রাজধানীতে যেতে হলে গাজীপুর হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যেতে হয়। এই মহাসড়কের কবিরপুরে আশুলিয়া থানার চেকপোস্ট রয়েছে।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘সাভারে দুটি চেকপোস্ট আছে বিরুলিয়া ও আমিনবাজারে। আমরা জঙ্গি তৎপরতা রোধেই কাজ করছি। এ পর্যন্ত সন্দেহজনক কিছু পাইনি। তবে মাদকসহ এক আসামিকে আমিনবাজার চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ’

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ায় চেকপোস্ট বসানো হয়েছে। ’

 

প্রত্যক্ষদর্শীরা বলছে, সড়কে এমনিতেই গাড়ি অনেক কম। সাধারণত বৃহস্পতিবার সড়কে গাড়ির চাপ বাড়ে। কিন্তু আজকে হয়েছে তার উল্টো। বেশ কিছুক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।   

 

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস ও ট্রাফিক, উত্তর) আব্দুল্লাহিল কাফী বলেন, ‘আমাদের কাছে কিছু নির্দেশনা আছে, আমাদের কাছে কিছু মেসেজ আছে। যে কারণে চেকপোস্ট ব্লকগেটসহ নানা ধরনের অভিযান চলছে। নতুন করে আর কোনো জঙ্গি যেন এদিকে না আসতে পারে সে উদ্দেশ্যেই আমাদের প্রক্রিয়া চলমান। পুলিশ সদর দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছে, বিশেষ একটি অভিযান আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ’

 

১০ তারিখের বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের এমন কার্যক্রম কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তার সাথে আমাদের এই কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। আমি আগেই বলেছি এটি জঙ্গিসংক্রান্ত এবং ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশেষ অভিযান। ’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর