রাজা মনে করেন সচিবরা নিজেদের: হাইকোর্ট
- পোষ্ট হয়েছে : ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ৩৮ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: সচিব ও সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করেন না বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না।
১৪ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তাদের দায়ের করা এক আদালত অবমাননার মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি হিসেবে তলবে হাজির হন উপসচিব মো. আব্দুর রহমান। এসময় শুনানিতে উপসচিবকে উদ্দেশ্য করে এসব কথা বলেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেন, সচিব ও সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করেন না। তারা নিজেদের অনেক বড় কিছু মনে করেন। সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব কথা বলেন।
এদিন উপসচিবের উপস্থিতিতে আদালতে শুনানি হয়। আরও শুনানি ও আদেশের জন্য ১০ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেছেন, জনগণই ক্ষমতার উৎস, এটা সচিবদের মনে রাখা উচিত। সচিবালয়ে বসে নিজেদের দায়িত্ব ভুলে গেলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।