1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
আইসিসির অক্টোবর মাসের সেরা কোহলি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ রাত

আইসিসির অক্টোবর মাসের সেরা কোহলি

  • পোষ্ট হয়েছে : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, ডেস্ক: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও যার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই বিরাট কোহলি এবার আসর মাতাচ্ছেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ব্যাটার।এবার আইসিসির স্বীকৃতিও মিললো। গত অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

কোহলির পাশাপাশি সেরা তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসলেন কোহলিই। আজ আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গত মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে কোহলির নাম ঘোষণা করা হয়েছে।  

৩৩ বছর বয়সী কোহলি অক্টোবরে মাত্র চার ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে তিনটিতেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপেই তার অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়েছে ভারত।  

সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখানে থেকে ৫৩ বলে ৮২* রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন কোহলি। এমনকি ম্যাচ শেষে কোহলি নিজেই ওই ইনিংসটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন।

পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংস ছাড়াও অক্টোবরের শুরুতে গোয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছেন কোহলি। এ বিশ্বকাপেই পাকিস্তান ম্যাচের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।  

ভারতকে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পেছনে কোহলির বড় ভূমিকা রয়েছে। আগামী ১০ নভেম্বর আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে আরও একবার কোহলি-জাদু দেখতে চাইবে ভারতীয় দলের সমর্থকরা।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর