প্রথমবার্তা, প্রতিবেদক: পুজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের একজন উদ্যোক্তা পরিচালক ৩৮ হাজার শেয়ার কিনেছেন। এসব শেয়ার কিনতে তার ১ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী নিজ কোম্পানির ৩৮ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী তিনি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
গত ৪ ডিসেম্বর সৈয়দ মনজুর এলাহী শেয়ার কেনার ঘোষণা দেন। ওই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে এসব শেয়ার কেনার কথা ছিল। তবে মাত্র পাঁচ কার্যদিবসেই তিনি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।