মাঠে প্রবেশ করা নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন।
প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। ইতোমধ্যে সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা। মাঠে প্রায় হাজারখানেক নেতা-কর্মীকে প্রবেশ করতে দেখা গেছে।
এছাড়া, গোলাপবাগ মাঠের আশপাশে অনেকে ঘোরাঘুরি করছেন। মাঠটিতে প্রবেশ ও বের হওয়ার দুটি গেট আছে। সময়ের সঙ্গে সেখানে মানুষের সংখ্যা বাড়ছে। আশপাশের গলিতে যানজটও বাড়ছে।
মাঠে প্রবেশ করা নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন।