প্রথমবার্তা, প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারও নৈরাজ্য শুরু করেছে।
তাদের প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে। যে লাঠি দিয়ে আঘাত করবে, সেটি দিয়েই তাদের কুপোকাত করতে হবে। যেই হাতে আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।
প্রমাণ করতে হবে এ বাংলাদেশ শেখ মুজিবের আদর্শের সন্তানদের বাংলাদেশ।শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন নাছিম।