ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমে ব্যর্থ হয়ে শরীরটাই পাল্টে দিলেন টিকটক স্টার পুভি, কী ঘটেছে জানুন

  • পোষ্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৩০ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, ডেস্ক: ‘খুব মোটা’ বলে প্রেমিকা ছেড়ে গিয়েছিল তাকে। এরপর যা করলেন সেটা প্রেমিক বলেই সম্ভব।

টিকটক স্টার পুভি। প্রেমে ব্যর্থ হয়ে শরীরকেই পাল্টে দিলেন তিনি। ১৩৯ কেজি দেখে চলে গেছে প্রেমিকা। সেই ব্যর্থতা তাকে এনে দেয়ে মঙ্গল। শুরু করেন জিমে গিয়ে ঘাম ঝরাতে। ৬৯ কেজি ওজন কমিয়ে এলেন ৭০ কেজিতে।

পুভির কথায়, ‘সব প্রত্যাখ্যানের ভালো দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করা। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’

তার প্রেমে ব্যর্থ হওয়াও তেমনটাই ছিল বলে মনে করেন তিনি। শুধুমাত্র ওজন বেশি বলে বান্ধবী ছেড়ে যাবেন, এটা মেনে নিতে পারেন টিকটক স্টার। আর সেই ব্যর্থতা থেকেই শুরু বদলে যাওয়া।

পুভি গণমাধ্যমকে বলেন, খাওয়া-দাওয়া থেকে দৈনিক যাপনে কোনও রুটিন ছিল না। সেদিক থেকে দেখলে প্রেমিকা তাকে ছেড়ে গিয়ে চোখ খুলে দিয়েছেন। তাই ব্যায়াম করা শুরু করেন তিনি।

ওজন কমিয়ে পুভি এখন ইন্টারনেটে ভাইরাল। তার ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। হাসতে হাসতে পুভি বলেন, ‘বান্ধবী ছেড়ে যাওয়ার সময় আমার টি-শার্টের সাইজ ছিল ডবল এক্সএল। এখন এস সাইজ়ের জামায় দিব্যি এঁটে যাই।’ সূত্র আনন্দবাজার।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

প্রেমে ব্যর্থ হয়ে শরীরটাই পাল্টে দিলেন টিকটক স্টার পুভি, কী ঘটেছে জানুন

পোষ্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

প্রথমবার্তা, ডেস্ক: ‘খুব মোটা’ বলে প্রেমিকা ছেড়ে গিয়েছিল তাকে। এরপর যা করলেন সেটা প্রেমিক বলেই সম্ভব।

টিকটক স্টার পুভি। প্রেমে ব্যর্থ হয়ে শরীরকেই পাল্টে দিলেন তিনি। ১৩৯ কেজি দেখে চলে গেছে প্রেমিকা। সেই ব্যর্থতা তাকে এনে দেয়ে মঙ্গল। শুরু করেন জিমে গিয়ে ঘাম ঝরাতে। ৬৯ কেজি ওজন কমিয়ে এলেন ৭০ কেজিতে।

পুভির কথায়, ‘সব প্রত্যাখ্যানের ভালো দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করা। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’

তার প্রেমে ব্যর্থ হওয়াও তেমনটাই ছিল বলে মনে করেন তিনি। শুধুমাত্র ওজন বেশি বলে বান্ধবী ছেড়ে যাবেন, এটা মেনে নিতে পারেন টিকটক স্টার। আর সেই ব্যর্থতা থেকেই শুরু বদলে যাওয়া।

পুভি গণমাধ্যমকে বলেন, খাওয়া-দাওয়া থেকে দৈনিক যাপনে কোনও রুটিন ছিল না। সেদিক থেকে দেখলে প্রেমিকা তাকে ছেড়ে গিয়ে চোখ খুলে দিয়েছেন। তাই ব্যায়াম করা শুরু করেন তিনি।

ওজন কমিয়ে পুভি এখন ইন্টারনেটে ভাইরাল। তার ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। হাসতে হাসতে পুভি বলেন, ‘বান্ধবী ছেড়ে যাওয়ার সময় আমার টি-শার্টের সাইজ ছিল ডবল এক্সএল। এখন এস সাইজ়ের জামায় দিব্যি এঁটে যাই।’ সূত্র আনন্দবাজার।