৩০ কেজির গোল্ডফিশ
- পোষ্ট হয়েছে : ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ৫৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ব্রিটিশ এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ।ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। খবর ওয়াশিংটন পোস্টের।
এটি এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত। এর ফলে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করে ফেললেন।
এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)।২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।
ট্যাগ :