প্রথমবার্তা, প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগিয়ে যাব আমরা দুর্বার গতিতে। গড়ে তুলব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার কাজ করছি আমরা। বুধবার মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যেন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। অর্থনৈতিক উন্নয়ন হয়, দেশের সামগ্রিক সমৃদ্ধি আসে। শেখ হাসিনা বলেন, মেট্রোরেল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার আরেকটি সংযোজন।
ঘোষিত স্মার্ট বাংলাদেশের আরেকটি সূচনা মেট্রোরেল। নগরবাসীকে নিয়ম মেনে মেট্রোরেলে চড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রেল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দেশের এই অমূল্য সম্পদ সংরক্ষণ করতে হবে সবাইকে। তিনি নৌকায় ভোট দিয়ে জনগণের সেবা করতে দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।