1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
যা করতে হবে, যা করা যাবে না
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ রাত

যা করতে হবে, যা করা যাবে না

  • পোষ্ট হয়েছে : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: বহু দিনের লালিত স্বপ্ন ধরা দিল আজ। মেট্রোরেল আজ থেকে যাত্রা শুরু করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

 

একটু পরেই মন্ত্রীসভার সদস্য, দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান। সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার থেকে।

 

উন্নত দেশে গণপরিবহন হিসেবে মেট্রোরেল বেশ জনপ্রিয় হলেও, আমাদের দেশে সবে এর সূচনা।

 

মেট্রোরেলে চড়তে যাত্রীদের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেগুলোর কিছু অবশ্যই মেনে চলতে হবে। আবার কিছু এড়িয়ে চলতে হবে।

 

 

যা করতে হবে

প্রয়োজন হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।

সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।

মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।

সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখতে হবে।

 

 

যা করা যাবে না

পোষা প্রাণী বহন করা যাবে না।

বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।

পানের পিক বা থুতু ফেলা যাবে না।

প্ল্যাটফর্মে ও ট্রেনে খাবার খাওয়া যাবে না।

ময়লা ফেলা যাবে না।

ফোনের স্পিকার ব্যবহার করা যাবে না।

ধূমপান করা যাবে না।

বৃহদাকার ও ভারি মালপত্র বহন করা যাবে না।

অস্ত্র বহন করা যাবে না।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর