1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
শ্রাবন্তী এবার ব্রিটিশ তারকার সঙ্গে
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:১৭ দিন

শ্রাবন্তী এবার ব্রিটিশ তারকার সঙ্গে

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি। তবে তিনি সদা হাসিখুশি থাকেন।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি।এরই মধ্যে বুধবার তাকে দেখা গেল এক ব্রিটিশ তারকার সঙ্গে।তা হলে কি টলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের পথে অভিনেত্রী? খবর আনন্দবাজার পত্রিকার।

 

সম্প্রতি বলিউড ছেড়ে হলিউডদের দিকে ঘেঁষেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থর গতিতে হলেও সাফল্য পেয়েছে তারা।

 

অন্য দিকে, প্রিয়ঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনও পরিকল্পনা কি রয়েছে টলিপাড়ার শ্রাবন্তীরও?

 

‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’ ছবির সহ-অভিনেতা টম কুলস্টনের সঙ্গে দেখা গেল শ্রাবন্তীকে। খানিক হেসে, শ্রাবন্তী বলেন, ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’

 

পাশপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনও ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য।

 

শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। গোটা ছবির শুটিংই হয়েছে লন্ডনে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর