প্রথমবার্তা, প্রতিবেদক:গৃহস্থ বাড়িতে নানা কারণেই নারকেল রাখা হয়৷ কখনও খাবার তৈরির উপকরণ হিসেব, কখনও আবার পুজোর উপাচার হিসেবে ব্যবহার করা হয় নারকেল৷
সব মিলিয়ে নারকেল বাঙালি বাড়ির সব কাজেই লাগে৷ কিন্তু জানেন কি? এই নারকেলই ফিরিয়ে দিতে পারে আপনার সুদিন? বিশ্বাস না হলে পড়ে দেখুন হিন্দু জ্যোতিষ শাস্ত্র৷
হিন্দু জ্যোতিষ শাস্ত্র বলছে, নারকেলের সঠিক ব্যবহার যে কোনও ব্যক্তির ভাগ্য ফিরিয়ে দিতে পারে৷ কারণ এই নারকেল দুর্ভাগ্য থেকে মানুষকে রক্ষা করে বলে বর্ণিত রয়েছে৷ জেনে নিন, ঠিক কোন কোন ক্ষেত্রে নারকেলকে শুভফলদায়ক বলে মনে করা হয়৷
১৷ হিন্দু জ্যোতিষ শাস্ত্র বলছে প্রতি মঙ্গলবার আধ মিটার লাল কাপড় দিয়ে একটি নারকেলকে মুড়ে কোনও ব্যক্তির চারপাশে ঘোরান৷ তাহলেই অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন ওই ব্যক্তি৷ শিশুদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য৷
২৷ শনিগ্রহের কোপ থেকে রক্ষা পেতে প্রতি শনিবার একটা নারকেল গঙ্গাজলে ডুবিয়ে ‘ওঁ রামদূতায়ঃ নমঃ’ এই মন্ত্র সাত বার উচ্চারণ করতে হবে। এতে শনিদেবের কোপ থেকে রক্ষা পাওয়া যায়৷
৩৷ আর্থিক সমস্যায় ভুগছেন? রক্ষা করবে নারকেল৷ প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে একটি নারকেল নিয়ে যান৷ সেখানে হনুমান মূর্তির পা থেকে সিঁদুর নিয়ে সেই নারকেলে স্বস্তিকা চিহ্ন আঁকুন৷ ওই মন্দিরে বসেই পাঠ করুন হনুমান চল্লিশা৷ ৮ সপ্তাহ এই নিয়ম পালনে দূর হবে আর্থিক সংকট৷