প্রথমবার্তা প্রতিবেদক: আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কৃষি অধিদপ্তরের অনুমোদন না থাকায় রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের এবিবি ইটভাটা ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই ইটভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ভাটার সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার দুপুরে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও তাপস পাল এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, সহকারী পরিচালক মিতা রানী দাসসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।