1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
২৫ শতাংশ বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৯ দিন

২৫ শতাংশ বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর

  • পোষ্ট হয়েছে : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকা।

 

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর শূন্য দশমিক ৯৩ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৫ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৬৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ৯ লাখ ২৮ হাজার ২৭১টি শেয়ার মোট এক হাজার ৩৭৯ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় কোটি ছয় লাখ টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ৪৩ টাকা ৫০ পয়সা থেকে ৭৬ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

 

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৮ পয়সা।

 

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ৩১ টাকা ৬১ পয়সা।

 

ঢাকা ইন্স্যুরেন্স ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৯৩ কোটি ৬১ লাখ টাকা।

 

কোম্পানির মোট ৪ কোটি ১ লাখ ২৫ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬১ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৫ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১০ শতাংশ এবং বাকি ৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

 

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা।

 

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ১ লাখ ৫১ হাজার টাকা।

 

ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকা। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

 

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা। পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ দশমিক ০১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ দশমিক ৪৭ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ দশমিক ২১ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ৮৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর