1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
জেনে নিন কেমন কাটবে দিন
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ দিন

জেনে নিন কেমন কাটবে দিন

  • পোষ্ট হয়েছে : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
horoscope,prothombarta.news

প্রথমবার্তা, প্রতিবেদক: আজ ৯ নভেম্বর, রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

বিজ্ঞাপন

ধনু : কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। ব্যবসায়ীদের টাকা বাজারে আটকে থাকতে পারে। কোনো ঘটনায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ভয় নেই দুর্ভাগ্যও আশীর্বাদরূপে দেখা দিতে পারে।

মকর : অপ্রত্যাশিত যোগাযোগে অর্থ লাভ হতে পারে। কোনো শুভ প্রচেষ্টায় অগ্রগতি হবে। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। আগের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

কুম্ভ : কোনো কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। পরিকল্পনায় আশার আলো দেখবেন। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।

মীন : নতুন যোগাযোগ উৎসাহিত করবে। উদ্যোগ ও পরিশ্রমের ফলে কিছু কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় চাপ কমবে এবং লাভবান হবেন। পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করে। ভ্রমণ শুভ।

মেষ : আর্থিক অবস্থার উন্নতি হবে। আগের কোনো সমস্যার সমাধান হতে পারে। কোনো নতুন বিষয় আলোকপাত করতে পারে। কোনো বন্ধুর সমস্যায় চিন্তিত থাকতে পারেন। শুভাকাঙ্ক্ষীর পরামর্শে উপকৃত হবেন।

বৃষ : কাজে উন্নতির যোগ আছে। মানসিক চাপ কমবে। প্রেমিক-প্রেমিকাদের আন্তরিকতা বাড়বে। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট হতে পারে। কোনো বন্ধুর সমস্যায় চিন্তিত থাকতে পারেন। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।

মিথুন : ভালো কাজে সুনাম হবে। ব্যয় বাড়বে। কাজের জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তান নিয়ে চিন্তা বাড়বে। সাময়িক শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। আনন্দপূর্ণ পরিবেশে থাকুন। মন ভালো রাখুন।

কর্কট : পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। নতুন কোনো বিষয় আলোকপাত করতে পারে। কাজে ধারাবাহিকতা থাকবে। কোনো সুখবর আশা করতে পারেন। বন্ধুর সহযোগিতা পাবেন। রোমান্স শুভ।

সিংহ : কাজে উত্সাহ পাবেন। বাড়তি আয়ের সুযোগ আসবে। পাওনা আদায়ে অগ্রগতি। আটকে যাওয়া কাজ সচল হবে। ঘনিষ্ঠ কারো সমস্যায় সহযোগিতা করতে হতে পারে। ব্যবসায় কাজের সুযোগ আসবে।

কন্যা : বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। পরিকল্পনায় অগ্রগতি হবে। আপনার কর্মদক্ষতা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। ভ্রমণ শুভ।

তুলা : কর্মক্ষেত্রে প্রসার লাভ ও আর্থিক দুশ্চিন্তার কিছুটার অবসান হবে। উদ্বেগের মধ্যেও অর্থ আগমনের সম্ভাবনা। মানসিক অতৃপ্তি থাকতে পারে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

বৃশ্চিক : সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হবে। পাওনা আদায়ে বিলম্ব। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর