1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
টেসলার শেয়ার বেচতেই সম্পদ হারালেন ইলন মাস্ক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১২ দিন

টেসলার শেয়ার বেচতেই সম্পদ হারালেন ইলন মাস্ক

  • পোষ্ট হয়েছে : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার কিছু শেয়ার বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় গত মঙ্গলবার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তিনি। আর টেসলার শেয়ার বিক্রির খবর চাউর হওয়ার পর পরই জানা গেল, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টুইটার কেনার এক সপ্তাহের মধ্যেই টেসলার শেয়ার বিক্রির ঘটনা ঘটালেন ইলন মাস্ক। গত অক্টোবরের শেষে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন টেসলার প্রতিষ্ঠাতা। কিনেই এর আগের কর্তাব্যক্তিদের সরিয়ে দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ কর্মীকেও ছাঁটাই করেছেন ইলন মাস্ক।

সম্প্রতি টুইটারে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। আর এই বিতর্কের মধ্যেই টেসলার শেয়ার বিক্রির ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি অনুযায়ী, প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন টেসলার প্রতিষ্ঠাতা। বিক্রি করা শেয়ারের সংখ্যা প্রায় ১৯ মিলিয়ন।

টুইটার কেনার প্রাথমিক ঘোষণা দিয়েও অবশ্য তা থেকে সরে আসতে চেয়েছিলেন ইলন মাস্ক। তবে টুইটার কর্তৃপক্ষ এ নিয়ে আদালতে গেলে এক পর্যায়ে টুইটার অধিগ্রহণে বাধ্য হন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, টুইটার কিনতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তার ধকল সামলাতেই টেসলার শেয়ার বিক্রি করা হচ্ছে।

তবে টেসলার শেয়ার বিক্রির পরও বিশ্বের শীর্ষ ধনী রয়ে গেছেন ইলন। ফোর্বস জানিয়েছে, তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ১৯৫ দশমিক ৬ বিলিয়ন ডলার।
এদিকে স্টক মার্কেটে টেসলার শেয়ারের দর কমে গেছে।

গত ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম দরে বর্তমানে টেসলার শেয়ার হাত বদল হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, টুইটার কেনার সিদ্ধান্তের প্রভাব পড়েছে টেসলার শেয়ারে। এ কারণেই কোম্পানিটির শেয়ারের দাম কমছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর