রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন।
সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন।