ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী রাজশাহী পৌঁছেছেন

  • পোষ্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ৪১ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন।

 

এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী।

 

সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন

প্রধানমন্ত্রী রাজশাহী পৌঁছেছেন

পোষ্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন।

 

এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী।

 

সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন।