1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব: সেতুমন্ত্রী
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৭ রাত

প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব: সেতুমন্ত্রী

  • পোষ্ট হয়েছে : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপি নেতাদের সরকার পালানোর পথ পাবে না মন্তব্যের জেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পালাব না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব।’

 

আজ রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না। ফখরুল সাহেব আপনারা তো পালিয়ে আছেন। তারেক রহমান আর রাজনীতি করবেন না, মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ান। আমরা পালাতে জানি না।’

 

তিনি আরো বলেন, ‘এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব। পালাব না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি, জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব।’

 

সেতুমন্ত্রী বলেন, ‘বড় জ্বালা, জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় জ্বালায় মরে। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা, কী জ্বালা! মেট্রো রেল। মেট্রো রেলের পর আরেক জ্বালা আসছে বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশে টানেল। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা।’

 

তিনি বলেন, ‘আজকের এই জনসভা জনসভা নেই, জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ মাঠের বাইরে আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ এই রাজশাহীর মহাসমাবেশে আপনাদের কি মনে আছে, কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে।’ সেই সমাবেশ আর আজকের সমাবেশ রাজশাহীবাসী, সারা বাংলাদেশ আজকে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর