1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
মিথিলা সুখবর দিলেন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৪০ রাত

মিথিলা সুখবর দিলেন

  • পোষ্ট হয়েছে : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন— নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

 

সিরিজটির সিক্যুয়েলের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে দেখা যাবে মিথিলাকে। রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন— ‘শায়লা শিগগিরই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ।’

জানা গেছে, এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিংও হয়েছে।

 

সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।

 

অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে বিভিন্ন কাজে সক্রিয় থাকেন মিথিলা। প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানিয়ে থাকেন এ অভিনেত্রী।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর