1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
বিএনপি নির্বাচনে অংশ নেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হলে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৮ দিন

বিএনপি নির্বাচনে অংশ নেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হলে

  • পোষ্ট হয়েছে : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরি করতে পারি, অর্থাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হয়, তাহলে নিশ্চয়ই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করার আগে বিএনপির দলীয় নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপি উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ রূপরেখার বিশ্লেষণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নড়াইল বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি,এম, নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জান বাটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।

 

এছাড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যকালে জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী আগামী দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাবি তোলেন। জবাবে প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে উপস্থিত সব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর