ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান

  • পোষ্ট হয়েছে : ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • / ৪৫ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: দেশের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায় ‘ভাল্লাগে’ গানটি। এর গায়িকা সুমি শবনম। এবার এই গায়িকা প্রকাশ করলেন তার নতুন গান ‘আইলসা লাগে’। আগের গানের মতো এবারের গানটিতেও মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গে আছেন মডেল-অভিনেত্রী শায়লা সাথী।গানটি প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘“ভাল্লাগে” গানটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করি, আগের মতই নতুন গানটি সবার ভালো লাগবে।’

গানের মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি।’

‘আইলসা লাগে’ গানের কথা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীতে ছিলেন সজিব দাস। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি,বিজয়, আশরাফুলসহ আরও অনেকে। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটি প্রকাশ হয় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান

পোষ্ট হয়েছে : ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: দেশের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায় ‘ভাল্লাগে’ গানটি। এর গায়িকা সুমি শবনম। এবার এই গায়িকা প্রকাশ করলেন তার নতুন গান ‘আইলসা লাগে’। আগের গানের মতো এবারের গানটিতেও মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গে আছেন মডেল-অভিনেত্রী শায়লা সাথী।গানটি প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘“ভাল্লাগে” গানটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করি, আগের মতই নতুন গানটি সবার ভালো লাগবে।’

গানের মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি।’

‘আইলসা লাগে’ গানের কথা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীতে ছিলেন সজিব দাস। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি,বিজয়, আশরাফুলসহ আরও অনেকে। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটি প্রকাশ হয় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে।