১৩৩ কোটি টাকার প্রিমিয়ার লিজিংয়ের ২৪২ কোটি লোকসান
- পোষ্ট হয়েছে : ১০:১১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৩০ বার দেখা হয়েছে
প্রথমবার্তা পুজিবাজার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ২০২১ সালের ব্যবসায় ১৩২ কোটি ৯৭ লাখ টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ১৮.১৮ টাকা হিসেবে নিট ২৪১ কোটি ৭৪ লাখ টাকার লোকসান হয়েছে।
এই লোকসানের কারনে কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০২০ সালে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি ২.৯৩ টাকা করে মোট ৩৮ কোটি ৯০ লাখ টাকা লোকসান হয়েছিল।
২০২১ সালের এই বিশাল আকারের লোকসানের কারনে প্রিমিয়ার লিজিংয়ের সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ ঋণাত্মক দাঁড়িয়েছে ২.১২ টাকায়। অর্থাৎ ১৩২ কোটি ৯৭ লাখ টাকার মূলধনের কোম্পানিটির এখন ২৮ কোটি ১৯ লাখ টাকার সম্পদ ঋণাত্মক।
উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার লিজিংয়ে বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ফ্লোর প্রাইস ৬.৮০ টাকায় আটকে আছে।