1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
কোনো শব্দ নেই সংখ্যালঘু বলতে: ধর্ম প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৪ রাত

কোনো শব্দ নেই সংখ্যালঘু বলতে: ধর্ম প্রতিমন্ত্রী

  • পোষ্ট হয়েছে : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি। সবাইকে নিজ নিজ অধিকার ভোগ করতে হবে।

 

মঙ্গলবার রাতে বাঁশখালী ঋষিধামে আয়োজিত আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কি হয়েছে আপনারা সবাই জানেন। সেই সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময় গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে।

 

তিনি বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। আমরা বিশ্বাস করি, ২০৩৫ সালের মধ্যেই আমরা বিশ্বের উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।

 

কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম সম্মেলনে মহান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, ইউএনও সাইদুজ্জামান চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর