ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন বয়কট করছি না: হিরো আলম

  • পোষ্ট হয়েছে : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৪ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, নির্বাচনের পরিবেশ খুবই ভালো। কোথাও কোনো সমস্যা দেখিনি। বগুড়া সদরে একটু সমস্যা হয়েছে। সেটা নিয়ে পরে কথা বলব।

 

আজ বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। নির্বাচন বয়কট করছেন- এমন গুজব শোনা যাচ্ছে জানালে তিনি বলেন, এটা গুজব। পুরোপুরি গুজব। নির্বাচন বয়কট করলে তো আপনাদেরকেই (সাংবাদিক) আগে জানাব।

 

এ সময় তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।

আজ সকাল সাড়ে ৪টা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। হিরো আলমের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া পলিপাড়া গ্রামে।

 

নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র‍্যাব ১৭ টহল দল মোতায়ন আছে। এ ছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

নির্বাচন বয়কট করছি না: হিরো আলম

পোষ্ট হয়েছে : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, নির্বাচনের পরিবেশ খুবই ভালো। কোথাও কোনো সমস্যা দেখিনি। বগুড়া সদরে একটু সমস্যা হয়েছে। সেটা নিয়ে পরে কথা বলব।

 

আজ বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। নির্বাচন বয়কট করছেন- এমন গুজব শোনা যাচ্ছে জানালে তিনি বলেন, এটা গুজব। পুরোপুরি গুজব। নির্বাচন বয়কট করলে তো আপনাদেরকেই (সাংবাদিক) আগে জানাব।

 

এ সময় তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।

আজ সকাল সাড়ে ৪টা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। হিরো আলমের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া পলিপাড়া গ্রামে।

 

নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র‍্যাব ১৭ টহল দল মোতায়ন আছে। এ ছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন।