1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
যুক্তরাষ্ট্র চীনের বেলুন গুলি করে নামাল
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ রাত

যুক্তরাষ্ট্র চীনের বেলুন গুলি করে নামাল

  • পোষ্ট হয়েছে : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: নজরদারি চালানোর অভিযোগ ওঠা যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা সেই বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন আকাশসীমায় প্রবেশের এক সপ্তাহ পর বেলুনটি নামানো হলো।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সামরিক অভিযান পরিচালনা করে বেলুনটি নামানো হয়। এসময় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলের তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

 

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘শনিবার পূর্ব উপকূলে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন গুলি করার মিশন সফল হয়েছে। পেন্টাগনকে এটি নিরাপদে ভূপাতিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।’

ম্যারিল্যান্ডের হ্যাগারসটাউনে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘তারা সিদ্ধান্ত নিয়েছিল, ভূমিতে কারো ক্ষতি না করেই এটি করার। সর্বোত্তম সময় ছিল যখন এটি পানির ওপর ১২ মাইল সীমার মধ্যে অবস্থান করছিল।

 

বেলুন নামানোর সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা দলের সুপারিশ ছিল কিনা জানতে চাইলে বাইডেন পুনর্ব্যক্ত করেন, ‘আমিই তাদের গুলি করতে বলেছিলাম। তারা আমাকে বলেছিল, তাহলে সবচেয়ে নিরাপদ জায়গার জন্য অপেক্ষা করি।’

 

এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা ওই বেলুনটি নিজেদের বলে স্বীকার করে চীন। বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ- এমন দাবি করে চীন বলেছে, এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে গেছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর